০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাদক পাচারের নিরাপদ রুট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

-


ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে। সড়ক পথে কক্সবাজার ও টেকনাফ থেকে পরিবহনে করে আসছে ইয়াবা। ভারত ঘেঁষা কুমিল্লার সীমান্ত দিয়ে আসছে ফেনসিডিল। সড়ক পথে এসব মাদক ঢুকে যাচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে। সম্প্রতি নারায়ণগঞ্জের মেঘনা থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, সাইনবোর্ডসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা যাত্রবাহী বাসসহ বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার করেন। এ ছাড়া ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসা ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গত ৩১ অক্টোবর সোনারগাঁওয়ে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ট্রাকসহ দুই যুবককে আটক করা হয়। সোনারগাঁও থানার ওসি মো: আব্দুল বারী জানান, ৩১ অক্টোবর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা চেকপোস্ট এলাকায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুরের গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মরহুম আনসার মণ্ডলের ছেলে মো: জাহিদুল ইসলাম (৩৮), কক্সবাজারের মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মো: মনজুর আলমের ছেলে জিসান (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ফোর্স মহাসড়কের চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ অভিযানে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, সাথে থাকা পিকআপের ব্যাকডালা থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পেশাদার মাদককারবারি, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে।
একই দিন বিশেষ কৌশলে পেটে করে পাচারকালীন ৩৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র্যাব-১১। দাউদকান্দি টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এক বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হলো, কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া সাতঘোরিয়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে আ: শুকুর আলী (৩১)।

র্যাব জানায়, সে পেশাদার মাদক কারবারি। সে অর্থের লোভে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাবারের সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পেটের ভেতর ঢুকিয়ে কক্সবাজার থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী আ: শুকুর আলী (৩১) অভিনব কৌশলে কলার সাথে ৭৭টি সাদা ও কালো পাতলা স্কচটেপ দিয়ে মোড়ানো কালোজাম আকৃতির বস্তু (যার ভিতরে সর্বমোট ৩৭৫০ পিস ছিল) খেয়ে পাচারের উদ্দেশে নিজ পেটের ভিতর রেখে ছিল।

একই রাতে সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ১৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। ৩১ অক্টোবর রাত ১টায় উপজেলার বনিনাথপুর সাকিন এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁয় থানা ওসি আব্দুল বারী। আটককৃত হলেন, সোনারগায়ের দৈলেরবাগ এলাকার মৃত বরকত আলীর ছেলে মোতালেব (৫২)।
গত ২৮ অক্টোবর সোনারগাঁয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় পারভেজ রানা রাব্বি (৩৩) নামের এক যুবকে আটক করা হয়। ওই দিন দুপুরে সোনারগাঁওয়ের আষাড়িয়ার চর এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়।
গত ১৯ অক্টোবর সোনারগাঁওয়ে গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে ২০০ গ্রাম গাজাসহ তিন যুবককে আটক করে পুলিশ। মেঘনা ঘাট হোলস সিমেন্ট ফ্যাক্টরি দুই নং গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন একই এলাকার জসিমউদ্দিন, কাউসার ও জাহিদ।

একই দিন সোনারগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)। ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বের লেনে মা ডেন্টাল কেয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। আটককৃত যুবকের নাম মো: আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয়(২৪) ।
গত ২২ অক্টোবর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে থেকে ৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। ২২ অক্টোবর সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী সেইন্টমার্টিন সৌহার্দ্য নামের একটি বাসে এ অভিযান চালানো হয়। আটককৃত যুবক হলো- চাঁদপুর জেলার শাহবাড়ি থানার টামটা ছৈয়াল বাড়ির মো: আব্দুল মান্নানের ছেলে মো: রুবেল হোসেন (৩৪)।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক ইকবাল আহমেদ দীপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের সেইন্টমার্টিন সৌহার্দ্য (ঢাকা মেট্রো-ব-১৩-২০০১) নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছি। এ সময় মো: রুবেল হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। যাত্রীর নিকট থেকে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ মাদকের বর্তমান মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
গত ২২ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে তিন যুবককে আটক করে ছয় লাখ টাকা মূল্যের ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃরা হলো- কুমিল্লা মনোহরগঞ্জ দিসা বন্দর এলাকার রফিকুল ইসলাম হিরু মিয়ার ছেলে মো: সাইমন (২৬), কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর এলাকার আমান উল্লাহর ছেলে মো: ওমর ফারুক (২৪) ও কুমিল্লা কোতোয়ালির বারোপাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে মো: সাব্বির হোসেন (২৬)।


আরো সংবাদ



premium cement
বিপ্লব উদ্যানের বাণিজ্যিক স্থাপনা ভেঙে সবুজ পার্ক করা হবে : চসিক মেয়র লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০, আহত ৫৩ ফেনীতে ডিসি শাহীনার অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় পৌর আ’লীগের সভাপতি আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালির রুট প্রকাশ বিএনপির অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে এবার ইসরাইলে হামলা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হিজবুল্লাহ চিলাহাটি বন বিভাগের গাছ কেটে উজাড়, গ্রেফতার ১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা আবারো মুখোমুখি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রেক্ষাপট ও অতঃপর সিঅ্যান্ডএফ এজেন্ট সংযুক্তি প্রক্রিয়ায় এনবিআরের ৬ কর্মকর্তাকে নিযুক্ত

সকল