০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

রাজধানীতে আল আজহার স্কলারদের মিলনমেলা

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে মতবিনিময় করেন মাওলানা রফিকুল ইসলাম খান : নয়া দিগন্ত -


আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ইসলামিক স্কলারদের এক মতবিনিময় সভা গতকাল বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় কার্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিপ্রাপ্ত প্রায় ৬০ জন বিশিষ্ট স্কলার উপস্থিত হন। ফলে মতবিনিময় সভা পরিণত হয় আল-আজহার স্কলারদের মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আলেম সমাজ জাতির রাহবার, দেশের ভবিষ্যৎ। এ দেশের মানুষ আলেম-ওলামাকে তাদের হৃদয় থেকে ভালোবাসে। তারা আলেম সমাজকে নেতৃত্বের স্থানে দেখতে চায়। সে জন্য আলেমদের কর্তব্য হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক প্রতিটি কাজে আলেমদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের সাথে আলেমদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ওলামায়ে কেরাম এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।

মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, জামায়াতের কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক ও কেন্দ্রীয় উলামা কমিটির সদস্য ড. সামিউল হক ফারুকী, ড. আব্দুস সামাদ, আল-আজহার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শাহনেওয়াজ আল-আজহারী, সেক্রেটারি মাওলানা সাদিক মোহাম্মদ ইয়াকুব আল-আজহারী, মহানগরী ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, আনোয়ার সিদ্দিকী চৌধুরী আল-আজহারী, শহীদুল্লাহ আল-আজহারী, প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসাইন আল-আজহারী, অধ্যাপক আ ন ম রশীদ আহমদ, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম আজহারী প্রমুখ।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আলেমদেরকে পরস্পর কাদা ছোড়াছুড়ি করা, একে-অপরের বিরুদ্ধে বক্তব্য দেয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। মতের বিপরীত হলেই কাউকে প্রতিপক্ষ বানানো যাবে না। ভিন্ন মতকে সম্মান জানাতে হবে। কারো কোনো ভুল হয়ে গেলে, দরদের সাথে, আন্তরিকতার সাথে রাসূল সা:-এর শেখানো পদ্ধতিতে ভুল ধরিয়ে দিতে হবে। সঠিকভাবে ভুল না ধরিয়ে প্রকাশ্যে একে-অপরের সমালোচনা করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
সন্ত্রাসী হামলায় পাটগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক আহত খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান ‘৭ উইকেট’ ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন ‘কল্যাণরাষ্ট্র গড়তে সেবা দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে’ সাবেক এমপি কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের ইন্তেকাল ফরিদপুরে আলতু খাঁন জুট মিলে বয়লার বিস্ফোরণ, আহত ৩ শওকত ওসমান ছিলেন বৈষম্যবিরোধী এবং মানবতা মুক্তির আলোকবর্তিকা তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার চিঠি বেরোবিতে ২০ লাখ টাকা অনুদান দিলো রূপালী ব্যাংক পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বাংলাদেশে পাচারের জন্য ভারতের ত্রিপুরায় গাজার চাষ

সকল