সড়ক কেড়ে নিলো ৬ প্রাণ
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ নভেম্বর ২০২৪, ০০:০৪
নাটোরের বড়াইগ্রামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। ঢাকার ধামরাইয়ে নিহত হয়েছেন একটি বাসের হেলপার। জয়পুরহাটের কালাইয়ে এক যুবক মারা যান। লক্ষ্মীপুরের রামগতিতে দুর্ঘটনায় এক তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। এছাড়া আরো দুই স্থানে দুই জন নিহত হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় আব্দুস সামাদ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার হোসেন ফকিরের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আব্দুস সামাদ তার ভ্যানে খেজুরতলা থেকে একজন যাত্রী নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে আব্দুস সামাদ রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসটি দ্রুত চলে যাবার সময় তিনি চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিকসের একটি শ্রমিকবাহী পলাশ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা ৫০ জন শ্রমিক । গত মঙ্গলবার রাত ১১টার দিকে পলাশ পরিবহন নামের একটি বাসে করে উপজেলার ডাউটিয়া এলাকা থেকে প্রতীক সিরামিকস কারখানার শ্রমিকরা কাজ শেষে বাসায় ফেরার পথে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাসের ড্রাইভার পলাতক রয়েছে।
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মরহুম ছানাউল্লা প্রামানিকের ছেলে। কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, গতকাল জয়পুরহাট-মোকামতলা হাইওয়ে রোডের পুনট বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে পাকা রাস্তার ওপরে নিহত শাহীনুর রহমানের মৃতদেহ এবং তার একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে। কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃত্য ব্যক্তিকে থানায় নিয়ে আসে।
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় মো: মেহেদী হাসান মারুফ (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। তিনি পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। মারুফ চর পোড়াগাছা গ্রামের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার রাতে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার সংলগ্ন সুফিয়া বাজার সংযোগ সড়কের মাথায় বিপরীত দিক হতে আসা তার মোটরসাইকেলটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে তিনি নিহত হন।
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের তিলিপ ওয়ার্ড বিএনপি সভাপতি একই গ্রামের মাওলানা মমতাজ উদ্দিন (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কুমিল্লা মডার্ন হাসপাতালে অসুস্থ মেয়ে উলপাত জাহান মায়াকে ও তার নবজাতক শিশুকে দেখতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় গতকাল বেলা ১১টার দিকে কুমিল্লা শহরের দক্ষিণ আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওলানা মমতাজ উদ্দিন ৮ মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের কদমখাল নামক স্থানে গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গুলজার আহমেদ (১৮)। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা