০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দের উপস্থিতিসহ ৫ দাবি

-


আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দ কান্ধলভির উপস্থিতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘দাওয়াত ও তাবলিগের উলামাকেরাম ও সাধারণ সাথী’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অন্যান্য দাবি হলো- বিগত সাত বছরের বৈষম্য দূর করে বিশ্ব ইজতিমার প্রথম পর্ব নিজামুদ্দীন মারকাজের অনুসারী মূলধারার তাবলিগ সাথীদের বুঝিয়ে দিতে হবে; কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমা ময়দানের বৈষম্য দূর করে তাবলিগের মূলধারার সাথীদের হাতে বুঝিয়ে দিতে হবে; ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে মূলধারার দুইজন সাথীকে হত্যা ও পরবর্তী সময়ে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা নিউ মার্কেটে তিনজন সাথীকে হত্যা ও চার শতাধিক সাথীকে আহত করার দায়ে জুবায়েরপন্থীদের নামে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশের সব মসজিদে ধর্মীয় উসকানি ও ভাইয়ে ভাইয়ে সঙ্ঘাত সৃষ্টি হয় এমন বক্তব্য নিষিদ্ধ করতে হবে।

লিখিত বক্তব্যে কাকরাইল মসজিদের খতিব মুফতি আজিম উদ্দিন বলেন, তাবলিগ জামাতের বিশ্ব আমির সা’দ কান্ধলভি ও নিজামুদ্দীন মারকাজের অনুসারী তাবলিগ জামাত সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা নিয়ে সাতটি শর্তের ভিত্তিতে ওপেন চ্যালেঞ্জের প্রস্তাব দিচ্ছি। এ শর্তগুলো হলো-দারুল উলুম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানি ও পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীসহ ভারত ও পাকিস্তানের শীর্ষ আলেমরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন; সরকারের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন; গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন এবং এটি রেকর্ড ও সরাসরি সম্প্রচার করা হবে; সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে; উভয় পক্ষের নির্দিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন; বিতর্কটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এবং বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জামিয়া কাসিফুল উলুম মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, শাইখুল হাদিস মুফতি শফিউল্লাহ, মাওলানা আরিফুর রহমান আরিফ, মুফতি মোয়াজ বিন নুর প্রমুখ।


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল