০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`
রাজপথে মৃত্যুর হানা

জাজিরায় ৪ জনসহ সড়কে প্রাণ গেল ১১ জনের

-

শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৪ জন নিহত হয়েছে। এ ছাড়া অন্য পাঁচ জেলায় এক শিশুসহ ৭ জন নিহত হয়েছে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), মোমিন আলি ফরাজী কান্দি গ্রামের রুবেল ফরাজীর ছেলে নাবিল ফরাজী (১৮) ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা দক্ষিণ থানার ওসি আকরাম হোসেন বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।
ঝালকাঠি প্রতিনিধি ও রাজাপুর সংবাদদাতা জানান, ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় মাহেন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পিংড়ি স্কুল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দু’জনের পরিচয় জানা যায়নি।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ভাণ্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইট টানা টলি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। এবং আরো ৫ জন আহত হয়েছে।
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ আরো চার যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের মোল্যাপাড়া এলাকার আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনা জেলার তেরখাদা উপজেলার মাসুদ মোল্যার ছেলে হোসাইন মোল্যা (৮)। হোসাইন করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে মধ্যকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করতো।
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সেভেন রিংস কোম্পানির সিমেন্ট মিক্সার ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
গতকাল রাত আনুমানিক ২-৩ টার দিকে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে একই দিক থেকে আসা সিমেন্ট মিক্সার ট্রাকটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের সামনে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের কেবিনে থাকা হেলপারের মাথার খুলি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। পরে খবর পেয়ে ওই হেলপারের মরদেহ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের রামুতে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ কাইয়ুম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
গত রোববার সন্ধ্যায় ফতেখাঁরকূল ইউনিয়নের তেচ্ছিপুল খন্দকার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ কাইয়ুম রাস্তা পারাপারের সময় ইট বোঝাই বেপরোয়া গতির গাড়িটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বাসস জানায়, ঘন কুয়াশার কারণে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিহতের নাম শের আলী (৫৫)। তিনি পৌরসভার কাঞ্চনপুর মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দারের ছেলে।
গতকাল ভোর সাড়ে ৬টায় সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 


আরো সংবাদ



premium cement