পৃথক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৩৩
- নয়া দিগন্ত ডেস্ক
- ০২ নভেম্বর ২০২৪, ০২:৪২
ময়মনসিংহের গফরগাঁও, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ও নাটোরের বড়াইগ্রামে (পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটো রিক্সা উল্টে গিয়ে জাকির হোসেন (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন যাত্রী।
গতকাল দুপুরে গফরগাঁও পৌর শহরের শিলাসী রেললাইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেনের বাড়ি উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামে। জানা যায়, বাসুটিয়া এলাকায় থেকে গফরগাঁও বাজারে আসার পথে যাত্রী বহনকারী অটো রিক্সাটি উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
জাকির হোসেনের অবস্থায় অবনতি হওয়ার তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়া পথে সে মারা যায়। আহত তিন যাত্রীরা হলেন বাসুটিয়া গ্রামের লতিফ (৬০), শিরিনা খাতুন (৪২), বাদল (৪৮)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদতা জানান, নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় শফিকুল ইসলাম (৪০) নামে স্থানীয় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল উপজেলার আহম্মেদপুর গ্রামের মৃত সরকারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শফিকুল ইসলাম রাতে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বেশ কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ পিছু ধাওয়া করে বাসটি জব্দ করলে পরিস্থিতি শান্ত হয় এবং আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত ও ৩০ জন যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ট্রাক চালক সিলেটের বাসিন্দা আব্দুল আজিজ ঘটনা স্থলে ও বাস চালক রাজু মিয়া হাসপাতালে মারা যান।
জানা যায়, আহতদের মধ্যে আব্দুল জলিল (৭০), রুনা আক্তার (৫০), শামীম আহমেদকে (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা