‘চাঁদা চাইলে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেবেন’
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০২ নভেম্বর ২০২৪, ০২:৪২
বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাদের গাছের সাথে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা।
রিতা বলেন, বিএনপি শুদ্ধ রাজনৈতিক চর্চা দেশের মানুষের আস্থার প্রতীক। খেয়াল রাখবেন হাইব্রিড ও আগাছারা যেন দলের ভেতর প্রবেশ করতে না পারে। তারাই দলের জন্য, দেশের জন্য বিপজ্জনক। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, জুলুম করে আপনারা তাদের বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। আমাকে ফোন দেবেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা এলাকায় বাউল মেলায় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, আফরোজা খান রিতা।
মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম চতুর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান প্রমুখ।
জাবরা বাজারে আধ্যাত্মিক সাধক সন্টু শাহী পাগলের আঙিনায় খালা পাগলীর ২৯তম বার্ষিক ওরশ মোবারক ও ১০ দিনব্যাপী এই বাউল মেলা শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। মেলায় শত শত মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নভেম্বর শেষ হবে এই বাউল মেলা। সুধী সমাবেশ শেষে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত, বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা