গণতন্ত্রে শাসিত ও শাসক বলে কোনো পার্থক্য থাকতে পারে না : ফরহাদ মজহার
- নিজস্ব প্রতিবেদক
- ০২ নভেম্বর ২০২৪, ০২:৪০
সমাজ চিন্তক ফরহাদ মজহার বলেছেন, গণতন্ত্রে শাসক ও শাসিত বলে পার্থক্য থাকতে পারে না। জাতিবাদ, সমাজতন্ত্র মূলত ফ্যাসিবাদেরই অংশ।
গতকাল সেন্টার ফর ডেমোক্র্যাসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর ডেমোক্র্যাসি অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমানের সভাপতিত্বে ও পরিচালক প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণমুক্তি জোটের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ ও সাবেক সচিব কাসেম মাসুদ।
ফরহাদ মজহার বলেন, বিএনপিকে রাজনৈতিক আচরণ করতে হবে। লুটেরা ও মাফিয়াদের দালালি ছাড়তে হবে। জনগণের ইচ্ছা বোঝার চেষ্টা করতে হবে। গণতন্ত্রের কথা বলে বোকা বানানোর সুযোগ নেই। বিএনপি কেন ফ্যাসিবাদের দোসর দুর্নীতিপরায়ণ রাষ্ট্রপতিকে বহাল রাখতে চাইছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। সরকারের সংস্কার কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
ড. শাহরিয়ার ইফতেখার বলেন, রাষ্ট্রপতির সাথে দুর্নীতি সংশ্লিষ্টতা আছে কি না, তা সঠিকভাবে তদন্ত করে জাতির সামনে হাজির করতে হবে।
সভাপতির বক্তব্যে সাদেক রহমান বলেন, রাষ্ট্রপতিসহ ফ্যাসিস্ট সরকারের দোসর যারা এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে বসে আছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজনীতিবিদ ও সমাজকর্মী ড. মোমেনা খাতুন, গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন, জাতীয় লীগের চেয়ারম্যান আতাউল্লাহ খান, প্রফেসর ড. ঈসা মোহাম্মদ, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, হিন্দু মহাজোট নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মাসুদুর রহমান বিক্রমপুরী, লেখক মেহেদী হাসান, গণ অধিকার পরিষদ নেতা মাহবুবুল বারী চৌধুরী, অ্যাডভোকেট সাইফুল আলম, আবুল কাশেম মজুমদার, ইঞ্জিনিয়ার আল মামুন, মমতাজ উদ্দিন মজুমদার, এম এম মনিরুল ইসলাম প্রমূখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা