০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নে চাপ অব্যাহত রাখব : হাসনাত কাইয়ুম

-

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্য মোকাবেলা, আইনশৃঙ্খলার উন্নতিসহ সব রাজনৈতিক দল এবং সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার লিখিত প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু তার প্রতিফলন দেখছি না। এ কারণে ২৪-এর আকাক্সক্ষা বাস্তবায়নও হচ্ছে না। আমরা জুলাই-আগস্ট বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নে জনগণকে নিয়ে বর্তমান সরকারকে চাপ অবাহত রাখব।
গতকাল সন্ধ্যায় রংপুর প্রেস ক্লাবের সংগঠনটির রংপুর জেলা শাখার আয়োজনে রাষ্ট্র সংস্কার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা সভাপতি অধ্যাপক চিনু সরকারের সভাপতিত্বে এবং ন্যায়পাল অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক নাহিদ হাসান নলেজ, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান খান, জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য ফরিদুল ইসলাম, ছামিউল আলম রাসু, কনক রহমান, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাকসহ জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

হাসনাত কাইয়ুম বলেন, আমরা মনে করি নির্বাচন, সংসদ বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগ, স্থানীয় সরকার, অর্থনৈতিক আইনকানুন, জনগণের মৌলিক অধিকার, সংবিধানের ক্ষমতা কাঠামো সংস্কার করার উদ্যোগ নিলে বাকি সংস্কারগুলো সহজ হবে। হাসনাত বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সাড়া দিয়ে তাদের কাছে লিখিত পরামর্শ দিয়েছিলাম। আমরা বলেছিলাম জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্য মোকাবেলা করতে হবে। তাদের মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সংস্কার করার কথা বলেছিলাম। বিশেষজ্ঞ কমিটি বানানোর কথা বলেছিলাম। কয়েকটা কমিটি ওনারা বানিয়েছেন। আমরা ১২টি টাস্কফোর্স করার কথা বলেছিলাম।
সব রাজনৈতিক দল এবং দলের বাইরে যত সংগঠন আছে, সবার সাথে আলাপ-আলোচনা করে, মতামত নিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করার কথা বলেছিলাম এবং এই অংশটুকু বাস্তবায়নের উদ্যোগ নেয়ার দাবি করেছিলাম। কিন্তু এখনো এর কোনো প্রতিফলন দেখছি না।
হাসনাত কাইয়ুম বলেন, আমরা যখন সংস্কারের কথা বলতাম। তখন কেউ এ কথা বলেনি। আজকে সারা বাংলাদেশ সংস্কারের কথা বলতেছে। সবাই সংস্কারের সাথে একমত। আমরা সাত দফার কথা বলছি। অনেকেই সাত দফাকে ভেঙে কেউ ৪০ দফা, কেউ ১০ দফা বরছে। আমরা মনে করি আমাদের সাত দফার সাথে জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসবে। আমরা যেমন লিখিত দিয়েছি। অন্যরা লিখিত দিলেই বিষয়টি স্পষ্ট হবে।

 


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা আবুধাবি এয়ারপোর্টে মাদকসহ ধরা পড়ছে অনেক বাংলাদেশী জয়ী হলে স্বাস্থ্যসেবা আইন বাতিল করবেন ট্রাম্প : সতর্কতা কমলার কিলার বাদল ও কাইল্যা সুমনের ইশারায় চলে অপরাধ জগৎ আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব : নাহিদ বাজারে আসছে শীতকালীন সবজি, ফিরছে স্বস্তি দেশে রক্তনালীর রোগী আছে ৩ লাখ সার্জন মাত্র ৬০ জন শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীন কন্যা

সকল