২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পায়রাদের খাওয়ানো নিষেধ!

-

দিল্লির রাস্তায় পায়রাদের খাওয়ানো নিষিদ্ধ হতে পারে, এমনটাই ভাবছে দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন (এমসিডি)। ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে বহু মানুষ পায়রাকে খাওয়ালেও এর স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো ক্রমেই বাড়ছে। রাস্তার মোড়, ফুটপাথ ও পার্কের আশপাশে পায়রা খাওয়ানোর জায়গাগুলোতে স্বাস্থ্যঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
পায়রার অত্যধিক বর্জ্য জমে গিয়ে সালমোনেলা, ই. কোলাই, ইনফ্লুয়েঞ্জা, হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিসের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষেত্র তৈরি করে। ফলে শ্বাসযন্ত্রের রোগ, হাঁপানি ও ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বাড়ে, যা বৃদ্ধ ও শিশুদের জন্য বিশেষ ক্ষতিকর।
নগর এলাকায় খাদ্য সহজলভ্য হওয়ায় এবং বিভিন্ন ভবনের উঁচু, সঙ্কীর্ণ জায়গাগুলো পায়রার বাসা বাঁধার জন্য উপযোগী হওয়ায় পায়রার সংখ্যা বাড়ছে। এ ছাড়া পায়রা সারা বছরই বংশ বৃদ্ধি করে, যা গত ২৫ বছরে এদের সংখ্যা ১০০% এরও বেশি বাড়িয়ে দিয়েছে। শহরে পর্যাপ্ত খাবার ও বাসস্থানের অভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে এরা শহুরে জীবনে সহজেই মানিয়ে নিয়েছে।
পায়রা খাওয়ানোর ফলে আশপাশের এলাকার মানুষ, বিশেষত কম প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, হাঁপানি বা ফুসফুসের সংক্রমণের শিকার হন। এমসিডির বিশেষজ্ঞরা জানিয়েছেন, পায়রার বর্জ্য ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে এলার্জি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। এ ছাড়াও এই আবর্জনা থেকে ক্রিপ্টো-কক্কাল মেনিনজাইটিস, সাইটাকোসিস ও ত্বকের রোগ হওয়ার ঝুঁকিও রয়েছে। অ্যাপোলো হাসপাতালের জ্যেষ্ঠ পালমোনোলজিস্ট ড. নিখিল মোদি জানান, পায়রার সংস্পর্শে এলে হাঁপানি ও এলার্জির ঝুঁকি বাড়ে এবং দীর্ঘমেয়াদি সংক্রমণের ক্ষেত্রে ফুসফুসের দাগ পড়ে, যা শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে। পায়রার আবর্জনা পরিষ্কার করার সময় মাস্ক ও গ্লাভস পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাড়ির আশপাশের অঞ্চল থেকে পায়রাকে দূরে রাখতে জাল লাগানো উত্তম। এমসিডির কর্মকর্তারা জানিয়েছেন, তারা পায়রার জমায়েত রোধ এবং স্থানীয় স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে পরামর্শ জারি করতে যাচ্ছেন। দিল্লির উচ্চ দূষণের মধ্যে এই ধরনের এলার্জি সমস্যা আরো জটিলতা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সকল