সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রীর ইন্তেকাল
- নিজস্ব প্রতিবেদক
- ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩০
সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট ও দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রী জেবুন নেসা ইন্তেকাল করেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
ঢাকার মিরপুরের সাংবাদিক কলোনি মসজিদুল ফারুক-এ নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মী, সংবাদিক এবং সাধারণ মুসুল্লি জানাযায় শরিক হন।
শোক : বেগম জেবুন নেসার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ তায়ালা তার এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসিব করুন। মরহুমার স্বামী, সন্তান, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবরে জামিল আতা করুন।
অপর এক শোকবাণীতে আবুল আসাদের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা