০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

নাসের শাহরিয়ার জাহেদী ‘ইশিডেট’ পুরস্কার পেলেন

-

ফেডারেশন অব এশিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের (এফএপিএ) সম্মেলনে বাংলাদেশের বিশিষ্ট ওষুধ শিল্পোদ্যোক্তা নাসের শাহরিয়ার জাহেদী মর্যাদাপূর্ণ ‘ইশিডেট’ পুরস্কার পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ৩০তম কংগ্রেসে এ পুরস্কার দেয়া হয়। প্রতি বছর এফএপিএ সম্মেলনে ছয় ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এশিয়ার ছয়জন ওষুধ শিল্পোদ্যোক্তাকে এ পুরস্কার দেয়া হয়। নাসের শাহরিয়ার জাহেদীকে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের উন্নয়নে অবদান রাখার জন্য এ পুরস্কারটি দেয়া হয়।
এফএপিএর প্রেসিডেন্ট ড. ইয়োলন্দা রোবলেস নাসের শাহরিয়ার জাহেদীর হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ কোরিয়া সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী, দক্ষিণ কোরিয়া এফডিএর মহাপরিচালকসহ গণমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে এশিয়ার ২৪ দেশের প্রায় দুই হাজার ডেলিগেট উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাসের শাহরিয়া জাহেদীই বাংলাদেশের প্রথম ওষুধ শিল্পোদ্যোক্তা যে এই আন্তর্জাতিক পুরস্কারটি পেলেন।


আরো সংবাদ



premium cement