০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

সাবেক ২ এমপিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

-

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে পরিবারসহ, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: নুরুল ইসলাম তালুকদার ও সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদারকে স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
হাবিব হাসানের পরিবারের সদস্যরা হলেনÑ তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুল হাসান তানিম ও সনিয়া হাসান তন্নি। আর কর কমিশনার রঞ্জিত কুমারের স্ত্রীর নাম ঝুমুর মজুমদার।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে আবেদন বলা হয়েছে, হাবিব হাসানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, পরিবহনে চাঁদাবাজি, পদ বাণিজ্য, ডোনেশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিদেশে অর্থ পাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি ক্রয়সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ অনুসন্ধানে মামলা রুজু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। তারা বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।
অন্য দিকে মো: নুরুল ইসলাম তালুকদার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক বলছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।
রঞ্জিতের বিরুদ্ধে আবেদনে দুদক বলেছে, রঞ্জিত কুমারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। রঞ্জিত কুমার তালুকদার তার অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে ২২টি এফডিআর হিসেবের অনুকূল প্রায় সাড়ে তিন কোটি টাকা রয়েছে। তা ছাড়া অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার টাকা জমা করা আছে বলে জানা যায়।

 


আরো সংবাদ



premium cement
শেরপুরে বিদ্যুতের ফাঁদে বন্যহাতির মৃত্যু, আটক ১ বিক্রমপুর নামে জেলা করার দাবি মির্জাগঞ্জে ধানক্ষেত থাকে বৃদ্ধের লাশ উদ্ধার টাঙ্গাইলে বাবার ফাঁসির দাবিতে ছেলের মানববন্ধন ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি বিমান শিগগির চালু যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান, প্রস্তুতির নির্দেশ খোমেনির শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীনের মেয়ে ইসরাইলি হামলায় কোনো যুদ্ধবিমান ইরানে প্রবেশ করেনি : প্রতিরক্ষামন্ত্রী সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে চালের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার নিকট ভবিষ্যতে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবে

সকল