০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`
হেলথ টিপস

আঁশযুক্ত খাবার খান

-

খাদ্য পরিপাক বা মেটাবোলিজম ঠিক রাখতে আঁশ বা ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত ফাইবার রাখার বিকল্প নেই। পাচনতন্ত্র সুস্থ রাখার পাশাপাশি রক্তে শর্করার সঠিক মাত্রা বজায় রাখা এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ফাইবার অপরিহার্য।
ফাইবার পূর্ণ খাবার : মটরশুঁটি ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এক কাপ রান্না করা মটরশুঁটিতে প্রায় ৮.৮ গ্রাম ফাইবার রয়েছে। ভিটামিন এবং প্রোটিনও রয়েছে এতে। প্রোটিনের দারুণ উৎস মসুর ডালে মিলবে উচ্চমাত্রার ফাইবারও। মাত্র আধা কাপ রান্না করা ডাল প্রায় ৭.৮ গ্রাম ফাইবার সরবরাহ করে। আধা কাপ ছোলায় মেলে ৬.৩ গ্রাম ফাইবার। আমাদের পরিপাকতন্ত্র ভালো রাখে ছোলা। পর্যাপ্ত ফাইবার পেতে পেয়ারা খেতে পারেন। এক কাপ পেয়ারায় প্রায় ৮.৯ গ্রাম ফাইবার থাকে।
একটি মাঝারি আকারের আপেল প্রায় ৪.৮ গ্রাম ফাইবার সরবরাহ করে। সর্বোচ্চ পরিমাণ ফাইবার পেতে অবশ্যই খোসাসহ খাবেন আপেল। ফাইবারের একটি দুর্দান্ত উৎস হচ্ছে মিষ্টি কুমড়া। প্রতি কাপ মিষ্টি কুমড়ায় প্রায় ৭ গ্রাম ফাইবার পাওয়া যায়। উপকারী সবজি ব্রোকলি থেকে মেলে ফাইবার। এক কাপ রান্না করা ব্রকলিতে প্রায় ৫.২ গ্রাম ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। আঁশের আরেকটি ভালো উৎস হচ্ছে চিয়া সিড। এক টেবিল চামচ চিয়া সিডে ৪.১ গ্রাম ফাইবার থাকে। আমাদের হজমে সাহায্য করতে পারে ছোট্ট চিয়া বীজ। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement