০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

রাষ্ট্রদূতের মোবাইল চুরি

-

দীপাবলি উপলক্ষে কেনাকাটা করতে বের হয়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাতাউর। ঘুরে ঘুরে দেখছিলেন দিল্লির চাঁদনি চকের বাজার। সেই সময়েই ঘটে বিপত্তি। সেখানে মোবাইল ফোনটি চুরি হয়ে যায় তার।
ঘটনাটি গত ২০ অক্টোবরের। সেই দিন চাঁদনি চক মার্কেটের জৈন মন্দির এলাকায় কেনাকাটা করতে যান ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ও তার স্ত্রী। ভিড়ের মধ্যে তার মোবাইল চুরি হয়ে যায়। এরপর দিল্লি পুলিশের কাছে অনলাইনে এফআইআর দায়ের করেন থিয়েরি। অন্য দিকে ২১ অক্টোবর ফ্রান্স দূতাবাস থেকে বিষয়টি জানতে পারে দিল্লি প্রশাসন। এরপর হাই প্রোফাইল ব্যক্তির মোবাইল উদ্ধারে জোর প্রচেষ্টা চালানো শুরু হয়।
রাষ্ট্রদূত তার অভিযোগপত্রে জানিয়েছিলেন, তার মোবাইল ফোনটি পকেটেই রাখা ছিল। চাঁদনি চক মার্কেটের জৈন মন্দিরের সামনে ঘোরার সময়ে সেখান থেকে তা উধাও হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাজার এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। এ ঘটনায় চারজনকে চিহ্নিত করেন তদন্তকারীরা। তাদের গ্রেফতার করা হয়।
দিল্লি পুলিশ জানায়, চারজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। চুরি যাওয়া মোবাইলটিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ দিকে ফ্রেঞ্চ রাষ্ট্রদূতের কাছে হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরিয়ে দেয়ার একটি বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে দিল্লি পুলিশ। আটকরা ট্রান্স-যমুনা এলাকার বাসিন্দা। তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদেশী রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাষ্ট্রদূত থিয়েরি মাতাউরে বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা, বিশেষ করে পর্যটকদের জন্য। অবশ্য তিনি এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় ভারতীয় পুলিশের কাজের প্রশংসা করেন। বিশেষ করে চাঁদনি চক এলাকার মতো জনবহুল স্থানে এ ঘটনার পর।

 


আরো সংবাদ



premium cement