২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

আজ আইআইইউসি ট্রাস্টের দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলন

একাডেমিক কনফারেন্স কাল
-

২৪ দেশের ৪৩ জন বিশ্ববরেণ্য শিক্ষাবিদ ও ইসলামী পণ্ডিতের অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের (আইআইইউসিটি) দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলন আজ রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে একাডেমিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে আইআইইউসি’র প্রধান মিলনায়তনে অনুষ্ঠেয় এই দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করবেন আইআইইউসিটি’র জেনারেল কাউন্সিলের চেয়ারম্যান, সৌদি আরবের ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যাট রিলিফের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল্লাহ আবদুল আজিজ আল-মুসলিহ। বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, স্বনামধন্য ইসলামী পণ্ডিত প্রফেসর ড. ইউসুফ নাসের আবদুল্লাহ আল দুরাইহিম, কুয়েতের ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের ডেপুটি ডাইরেক্টর আবদুল রহমান আবদুল আজিজ আল মোতাওয়া, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স ডেপুটি মিনিস্টার আহমেদ আবদুল্লাহ সুরুর আল সাব্বান, ইন্দোনেশিয়ার সংসদ সদস্য এরউইন আকসা, মিসরের সাবেক তথ্যমন্ত্রী, ইসলামিক ইউনিভার্সিটিজ লীগের সেক্রেটারি জেনারেল প্র্রফেসর ড. সামী মোহাম্মদ রাবী আসশরীফ, আলজেরিয়ার ডেপুটি স্পিকার ইউসুফ আজিসা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয়ের বিচার ও ধর্মবিষয়ক উপদেষ্টা আল সাইয়েদ আলী আল সাইয়েদ আবদুল রহমান আল হাশিম, আইআইইউসি’র ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ।
এদিকে ২৪ দেশের ৪৩ জন গবেষকের অংশগ্রহণে আগামীকাল সোমবার সকাল ১০টায় কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে ফরপ হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইন্টারন্যাশনাল কনফারেন্স। উল্লেখ্য, এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ১০টা মূল প্রবন্ধ উপস্থাপিত হবে। বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে ১১০টি প্রবন্ধ জমা পড়েছে। মোট ৭টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
আ’লীগ ১৪ দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুলিশের মূর্তিমান আতঙ্ক ধনঞ্জয়ের খোঁজ মিলছে না বিশ্বে স্বাস্থ্যসেবার বাইরে এখনো ৪৫০ কোটি মানুষ ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস বাতিলের মিছিলে পিটুনি যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো বন্দিমুক্তি নয় : হামাস ২৯৭ কোটি টাকার কাজ পাচ্ছে গত সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান! তহবিল ব্যবস্থাপনায় কাহিল পুনর্গঠিত ব্যাংকের কর্মকর্তারা বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ

সকল