১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩০, ১২ রবিউস সানি ১৪৪৬
`

৪৮ বছর পর এলো চাকরির চিঠি

-


চাকরির জন্য আবেদন করার প্রায় ৪৮ বছর পর এলো উত্তর। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে সম্প্রতি। ৪৮ বছর পর মোটরসাইকেল স্টান্ট রাইডারের চাকরির আবেদনের উত্তর পেয়েছেন এক নারী। ১৯৭৬ সালের জানুয়ারিতে সেই পদে চিঠির মাধ্যমে চাকরির আবেদন করেছিলেন টিজি হাডসন। তিনি যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের গেডনি হিলের বাসিন্দা। এতগুলো বছর পর চিঠিটি ফিরে পাওয়া তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে বলেও জানান ৭০ বছর বয়সী এই নারী। টিজি হাডসন এত দীর্ঘ অপেক্ষার পরে এই চিঠি পেয়ে খুব খুশি হয়েছেন। কয়েক দশক পর তিনি এই চিঠির উত্তর পেয়ে অবাক হয়েছিলেন। অবশেষে, কেন এই চাকরির আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হলেন না তার উত্তর পেয়েছেন।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে হাডসন বলেছেন, তিনি সবসময় ভাবতেন কেন তিনি তার চাকরির আবেদনের উত্তর পেলেন না। এই কাজের উত্তরের জন্য অপেক্ষা করার সময় তিনি জানতেন না যে, পোস্ট অফিসে এই চিঠিটি ছিল। এটি একটি ড্রয়ারের পেছনে লুকিয়ে ছিল। দীর্ঘ বছর পর পোস্ট অফিসের লোকজন হঠাৎ এই চিঠি খুঁজে পায়। সেই কাজটি না পেলেও হাডসন একজন স্য়াপ হ্যান্ডলার, অ্যারোবেটিক পাইলট প্রশিক্ষক হিসেবে বিশ্ব ভ্রমণ করে একটি দুঃসাহসিক কর্মজীবন শুরু করেছিলেন, যা তাড়িয়ে উপভোগ করেছেন তিনি। হাডসন জানিয়েছেন, তিনি একটি হাতে লেখা নোট-সহ এই চিঠিটি পেয়েছেন। এতে বলা হয়েছে- এটি স্টেইনস পোস্ট অফিস থেকে একটি লেট ডেলিভারি, যা একটি ড্রয়ারের পেছনে পাওয়া গিয়েছে। তবে, কে এই চিঠিটি পাঠিয়েছেন সে সম্পর্কে কোনো উল্লেখ নেই এখানে। তিনি বলেছিলেন, এই চিঠিটি কিভাবে তার কাছে পৌঁছেছে তা একটি রহস্য। এই কয়েক বছরে তিনি বহুবার বাড়ি বদল করেছেন। চার থেকে পাঁচবার দেশ পরিবর্তন করেছেন কাজের জন্য। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement