০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

চিপসের দামে বাড়ির নিলাম

-

যুক্তরাজ্যের ওয়েলসে বিস্ময়কর কম দামে একটি বাড়ি নিলামে তোলা হয়েছে। নিলামে দোতলা বাড়িটির ভিত্তিমূল্য ধরা হয়েছে শূন্য পাউন্ড, যার মানে শূন্য পাউন্ড বা বাংলাদেশী মুদ্রার ১০০ টাকার নিচে থেকে এ বাড়ির জন্য নিলামে বিড করা যাবে, যা এক প্যাকেট চিপসের দামের থেকেও কম। সাত বেডরুমের একটি বাড়ির এমন ভিত্তিমূল্য বিস্ময়ের জন্ম দিয়েছে।
জানা গেছে, পল ফোস অকশন নামের একটি প্রতিষ্ঠান ওয়েলসের নিউ ট্র্যাডগার এলাকার এই বাড়িটি নিলামে তুলেছে। কাছাকাছি বাস-ট্রেন স্টেশন, মার্কেট, পার্ক ইত্যাদির মতো সুযোগ-সুবিধা থাকার পর আবাসিক এলাকার একটি দোতলা বাড়ির এমন ভিত্তিমূল্য হওয়ার মূল কারণ বাড়িটি খুব খারাপভাবে পুড়ে গেছে। এতে বাড়ির ভেতরের আসবাবপত্রসহ প্রায় সম্পূর্ণ ইন্টেরিয়র নষ্ট হয়ে গেছে। যে কেউ বাড়িটি কিনলে এর পেছনে অনেক অর্থ বিনিয়োগ করতে হবে।
নিলামকারী প্রতিষ্ঠান বাড়িটির জন্য ক্রেতা খুঁজছে। চলতি অক্টোবর মাসেও বাড়িটির জন্য নিলামে দর হাঁকানো যাবে। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement

সকল