০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে বাংলাদেশ প্রত্যাশা ভারতের

-

বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান এবং তাদের প্রয়োজনগুলো মেটাবে বলে আশা প্রকাশ করেছে ভারত।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রানধির জেশওয়াল এ প্রত্যাশা ব্যক্ত করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারত বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও দুর্গপূজার উৎসব চলছে। বাংলাদেশে বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডমে চাঁদাবাজি ও মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারত কি বাংলাদেশ সরকারের কাছে ইস্যুটি তুলে ধরেছে?
জবাবে মুখপাত্র বলেন, ভারতের উচ্চ পর্যায় থেকে বেশ কয়েকবার বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করা প্রয়োজন। দুর্গাপূজা সংক্রান্ত উল্লেখিত ঘটনাগুলো ভালো না। দুর্গাপূজা আনন্দের বার্তা দেয়। পৃথিবীর সব প্রান্তে দুর্গাপূজা উৎযাপনকারী সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা আশা করি এই উৎসব সকলের জীবনে খুশি বয়ে আনবে। এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, আমরা যখন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলি, এটা পরোক্ষভাবে দুর্গাপূজা নিয়ে আমাদের উদ্বেগ বোঝায়।


আরো সংবাদ



premium cement