০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

১৩০০ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে

-


প্রায় ১৩০০ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। দেশের জ্বালানি চাহিদা মেটাতে পৃথক ক্রয় প্রস্তাবের মাধ্যমে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানি করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ করে দুই কার্গোতে মোট ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকবে। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২ কার্গো এলএনজি আমদানি করতে মোট ব্যয় হবে এক হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৯৬০ টাকা। সিঙ্গাপুরভিত্তিক গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এই এলএনজি সরবরাহ করবে।
এ সংক্রান্ত ২টি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে। সভাটি আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৫০০ এমএমসিএফ এবং দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছে। টার্মিনাল দুটির মাধ্যমে জি টু জি ভিত্তিতে পেট্রোবাংলার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় কাতারভিত্তিক ‘রাস ল্যাফ্ফান লিকুইডিফাইড গ্যাস কোম্পানি লিমিটেড’ থেকে ১৫ বছর মেয়াদে বর্তমানে ২.৫ এমটিপিএ এলএনজি এবং ওমান ট্রেডিং ইন্টান্যাশনাল (বর্তমান নাম ওকিউটি) থেকে ১০ বছর মেয়াদে বর্তমানে ১.০ এমটিসিএ এলএনজি অর্থাৎ মোট ৩.৫ এমটিপিএ এলএনজি কেনা হচ্ছে। এ ছাড়া দেশে বিদ্যুৎ, শিল্প ও সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি ভিত্তিতে এলএনজি আমদানির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে।

সূত্র জানায়, বিদ্যুৎ, ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্প, সার ও বাণিজ্যিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য স্পট মার্কেট থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য ১৬ কার্গো এলএনজি ক্রয়ের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা নীতিগত অনুমোদন দিয়েছেন। অক্টোবর মাসে স্পট মার্কেট থেকে ৫ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা ছিল। ফলে সার্বিক বিবেচনায় ‘পিপিআর-২০০৮ এর বিধি ৮৫ অনুযায়ী আন্তর্জাতিক ক্রয়ে কোটেশন দেয়ার অনুরোধ জ্ঞাপন পদ্ধতি অনুসরণ করে ০২-০৩ অক্টোবর, ০৪-০৫ অক্টোবর, ১০-১১ অক্টোবরের জন্য গত ১১ সেপ্টেম্বর কোটেশন আহ্বান করা হলে প্রয়োজনীয়সংখ্যক প্রতিষ্ঠান কোটেশন দাখিল না করায় ক্রয়কারী কর্তৃপক্ষ কোটেশনগুলো বাতিল করে। তবে পুনরায় কোটেশন আহ্বান করে নির্ধারিত তারিখের মধ্যে এলএনজি কার্গো সরবরাহ করার পর্যাপ্ত সময় না থাকায় ০২-০৩ অক্টোবর, ০৪-০৫ অক্টোবর এলএনজি ক্রয়ের জন্য কোটেশন আহ্বান করা হয়নি।
অন্য দিকে, ১০-১১ অক্টোবর সময়ের জন্য এক কার্গো এলএনজি সরবরাহের ক্রয়ের প্রস্তাব পুনরায় কোটেশন আহ্বান করে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে। সার্বিক বিবেচনায় আগামী ১৭-১৮ অক্টোবর ২০২৪ সময়ে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য গত ২২-০৯-২০২৪ এমএসপিএ স্বাক্ষরকারী ২৩ প্রতিষ্ঠানকে এলএসপি সফটওয়্যারের মাধ্যমে কোটেশন দাখিলের জন্য ই-মেইলে পত্র পাঠানো হয়।

জানা গেছে, ২৬তম কার্গোর জন্য মোট ৪টি প্রতিষ্ঠান কোটেশনে অংশ নেয়। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্রতি ইউনিট এলএনজির দাম ১৩.৫৭০০ ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়। অন্য ৩টি প্রতিষ্ঠানের মধ্যে ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড ১৩.৯৭০০ ডলার, এক্সিলারেট এনার্জি এলপি, যুক্তরাষ্ট্র ১৪.১৫০০ ডলার এবং পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড ১৪.৫৩০০ ডলার দও উল্লেখ করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতি ইউনিট এলএনজি ১৩.৫৭০০ ডলার হিসেবে এক কার্গো এলএনজি আমদানিতে ভ্যাট-ট্যাক্সসহ মোট ব্যয় হবে ৬৪০ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৮০ টাকা।
অন্য দিকে, আরো ১ কার্গোর (২৭ তম কার্গো) জন্য কোটেশন আহ্বান করা হলে মোট ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন পাওয়া যায়। এর মধ্যে গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্রতি ইউনিট এলএনজির দাম ১৩.৭৭০ মার্কিন ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে এই এলএনজি সরবরাহ করবে। বাকি ২টি প্রতিষ্ঠান কোটেশন জমা দেয়। এর মধ্যে ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড প্রতি ইউনিট এলএনজির দাম ১৩.৮৮৬৬ মার্কিন ডলার এবং এক্সিলারেট এনার্জি এলপি যুক্তরাষ্ট্র প্রতি ইউনিট এলএনজির দাম ১৪.১৫০০ ডলার উল্লেখ করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এলএনজির ২৭তম কার্গো সরবরাহ করবে। এতে ভ্যাট-ট্যাক্সসহ মোট ব্যয় হবে ৬৪৯ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা।


আরো সংবাদ



premium cement
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি কারাগারে কেমন আছেন ‘ভিআইপি’ বন্দীরা রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান সংস্কারের পরই নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ হবে এমডির সহযোগিতায় ৭৫ কোটি টাকা লোপাট : পর্ষদ ভেঙে দেয়ার দাবি ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার পানি কমলেও বাড়ছে ভাঙন রেমিট্যান্সে সেপ্টেম্বরে রেকর্ড প্রবৃদ্ধি ৮০.২১ শতাংশ ‘ন্যায্যতাই’ কেবল বাংলাদেশ-ভারত সম্পর্ক টেকসই করবে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনে জড়িতদের জবাবদিহি করতে হবে : মার্কিন পররাষ্ট্র দফতর

সকল