৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লেবাননে বাংলাদেশীদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিলো দূতাবাস

-

লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ওপর ইসরাইলের আক্রমণের পরিপ্রেক্ষিতে যুদ্ধপরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশীরা কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। রাষ্ট্রদূত লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন ও হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছেন। প্রবাসীরা জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং নবরৎঁঃ.সরংংরড়হ@সড়ভধ.মড়া.নফ ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।
রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে অনুগ্রহ করে আপনার নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার চেষ্টা করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের দ্রুত জানান। আমরা সহায়তা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বলেন, গত চার-পাঁচ দিনে লেবাননের পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। যারা বৈরুত এবং দক্ষিণ ও পূর্ব লেবাননে রয়েছেন, তারা অত্যন্ত উত্তাল সময় পার করছেন। বৈরুতের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও নিরাপত্তার পরিপন্থী বেশ কিছু ঘটনা ঘটেছে।

এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান জানান, গত শুক্রবার রাতে বৈরুতের দাহিহ এলাকায় এবং কাছাকাছি অঞ্চলে থাকা প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। দূতাবাসের পরামর্শে দ্রুত সাড়া দেয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সবাইকে গুজব এড়িয়ে চলা এবং ধৈর্য ও সাহসের সাথে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত।
হিজবুল্লাহকে ৩২ বছর ধরে নেতৃত্ব দিয়ে চলা হাসান নাসরুল্লাহকে গত শুক্রবার সকালে বৈরুতে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরাইল। হামলায় নিহত হয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডার আলী কারকিসহ আরো কয়েকজন কমান্ডার। ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার দুই মাসের মাথায় লেবাননে এসব ঘটনা ঘটল। নাসরুল্লাহ হত্যাকে ইসরাইল বিরাট বিজয় হিসেবে দাবি করেছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, ফিলিস্তিনে হামাসের পর হিজবুল্লাহকে শায়েস্তা করতে লেবাননে ব্যাপক আক্রমণ চালাতে পারে ইসরাইল। এতে ইসরাইল ও ইরানের মধ্যেও সঙ্ঘাত বেধে যেতে পারে।

 

 


আরো সংবাদ



premium cement