৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মানুষের মতো হাসে রোবট

-

বিজ্ঞানীদের প্রচেষ্টায় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট উপন্যাস লিখছে, প্রেম করছে এবং মানুষকে চিকিৎসা দিচ্ছে। এরা সংবাদ পাঠ থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত করছে। রোবট হয়ে উঠছে মানুষের প্রতিচ্ছবি। রোবটকে মানুষের মতো করে তুলতে বিজ্ঞানীদের প্রচেষ্টার কমতি নেই। বিজ্ঞানীদের প্রচেষ্টায় এবার জীবন্ত ত্বকও পেয়েছে রোবট। ফলে মানুষের মতোই হাসতে পারছে।
জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের অধ্যাপক শওজি টেকুচের নেতৃত্বে একদল গবেষক জীবন্ত ত্বকের রোবট তৈরি করেছেন। মানুষের ত্বকের প্রাকৃতিক গঠন অনুসরণ করেই কাজটি করেছেন তারা। কোলাজেন জেল ও হিউম্যান ডার্মাল ফাইব্রোব্লাস্ট-এর সমন্বয়ে এই ত্বক তৈরি করা হয়েছে। রোবটটির চোখ নরম ও গোলাপি রঙের। এই রোবট ক্যামেরা বা কারও দিকে তাকালে মনে হয় হাসছে। রোবটটি মুখ সঙ্কুচিত এবং বিকশিত করতে পারে।
গবেষকরা আশা করছেন, মানুষের মতোই ত্বক ও প্রকাশভঙ্গি থাকায় এই রোবট মানুষের সাথে আরো কার্যকর যোগাযোগ করতে পারবে। ইন্টারনেট।

 

 


আরো সংবাদ



premium cement