২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে : নজরুল ইসলাম খান

-


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে দুঃসময় যাচ্ছে। এখনও আমরা গণতন্ত্র ফিরে পাইনি। আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। যখন দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং তাদের ভোটে সরকার গঠন হবে তখন বুঝতে পারবো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বিএনপির ৭০০’র বেশি নেতাকর্মী নিহত হয়েছেন বলে উল্লেখ করে তিনি আরো বলেন, এখন আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো। যার যা সাধ্য আছে তাই নিয়ে মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে।

গতকাল বিকেলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কালিকাবাড়িতে গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনে শহীদ মাওলানা মো: সাদিকুর রহমানের (২৭) পরিবারের সাথে সাক্ষাৎ, কবর জিয়ারত ও আর্থিক সহযোগিতা প্রদান শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি ‘আমরা বিএনপি পরিবার’ এর সহযোগিতায় শহীদ পরিবারের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য সালমান ওমর রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে অনুষ্ঠানে শহীদ সাদিকুর রহমানের ভাই সাদ্দাম হোসাইনের হাতে দোকান ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়। ফিতা কেটে দোকানটি উদ্বোধন শেষে কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আপনাদের অনুরোধ করবো চলমান পরিস্থিতে আমাদের শৃঙ্খলায় থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব বিএনপিতে নেই। কোনো রকমের চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার-নিপীড়নের মধ্যে যুক্ত হবেন না। যারা দলের হুকুম ও সিদ্ধান্ত মানবে না তারা দলের লোক নয়। যারা এসব করবেন তাদের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement