২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

খালেদা জিয়া : এ বায়োগ্রাফি অব ডেমোক্র্যসি গ্রন্থের মোড়ক উন্মোচন

-

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত নিয়ে ‘খালেদা জিয়া : এ বায়োগ্রাফি অব ডেমোক্র্যাসি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গ্রন্থটি মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ইংরেজিতে গ্রন্থটি লিখেছেন প্রফেসর কাজী কাইয়ুম শিশির।
গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও গ্রন্থের ওপর আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদিন। বিশেষ বক্তা ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মো: খালেকুজ্জামান। আরো বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আজিজ আহমেদ, প্রফেসর আতাউর রহমান প্রমুখ।
ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার বলেন, ডেমোক্র্যাসির একটা বায়োগ্রাফি আছে, সেটাই এই বই। বইটির লেখককে তিনি এজন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমার রাজনৈতিক জীবন প্রমোট করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির শুরুতে আমাকে স্থায়ী কমিটির সদস্য করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, এখনো সেই পদে আছি। জিয়াউর রহমানই এ জাতির পরিচয়ের ব্যবস্থা করেছিলেন, সবার সাথে আলোচনা করে তিনি জাতীয়তা বাংলাদেশি ঠিক করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখলেন, ফারাক্কার বাঁধের কারণে পানি নাই। তখন তিনি বললেন, ‘ভারতের সাথে তো পানি নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়, বরং সেচ চাষের জন্য খাল কেটে পানি ধরে রাখো।’ সবাই জিয়াউর রহমানের খাল কাটা কার্যক্রম দেখছেন।
লেখককে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদিন বলেন, বইটিতে সুন্দর করে বেগম খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন লেখক। গেল ১৫ বছর আমাকে মুখ ও বধির করে রাখা হয়েছিল। বইটি প্রশংসিত, অনেক অজানা তথ্য এই বইটিতে রয়েছে।
তিনি বলেন, এ দেশের রাজনীতিতে যদি লোভ দূর করা যেত, তবে দেশের গণতন্ত্র ও মানুষ অনেক দূর এগিয়ে যেতেন। এ জন্য প্রত্যেকের লোভ পরিহার করতে হবে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আইনের শাসন, ন্যায়বিচার ও সাম্য বাংলাদেশ সেটি প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের ক্ষমতা শুধু ভোট দেয়া অথবা নির্বাচনের দিনই নয়, সব সময় জনগণ ক্ষমতাবান, এটাই চর্চা আনা প্রয়োজন। সংবিধান কাটাছেঁড়া করে নিজেদের যা প্রয়োজন তাই করেছে গেলো সরকার। এটা তাদের স্বেচ্ছাচারিতা। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোন মান যাচাই করা হতো না, মুখ দেখে, কে কি করে, সেটি থেকে বিচারক নিয়োগ দেয়া হতো।
পার্শ্ববতী দেশ ভারত এখনো আমাদের ওপর প্রভুত্ব পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বইটি নিয়ে বক্তব্যকালে বক্তারা বলেন, বইটির এমন কিছু আছে যে গুলো আগামীর প্রজন্ম যেন জানতে ও শিখতে পারে সে বিষয়টি মাথায় নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তাদের দশম-একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে যোগ করতে পারে। এই প্রজন্ম জানে না, দেশের গণতন্ত্র উদ্ধার ও বেগম খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত। কিভাবে তিনি রাজনীতিতে এলেন কী করেছেন।
এ ছাড়া বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
সাবেক আইনমন্ত্রী ও সাবেক অ্যাটর্নি জেনারেলসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি অফিসে হামলা : আহত ২ বৃষ্টি হবে সারা দেশেই : দুর্বল হয়েছে লঘুচাপ ভারতে রাসূলের সা: অবমাননার প্রতিবাদ হেফাজতসহ বিভিন্ন সংগঠনের দক্ষিণ আফ্রিকার লিগে খেলতে চান সাইফুদ্দিন-হাসান মাহমুদ কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না : খোমেনি ড. ইউনূসকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের শুভেচ্ছা সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে চট্টগ্রাম জামায়াতের শোক খালেদা জিয়া : এ বায়োগ্রাফি অব ডেমোক্র্যসি গ্রন্থের মোড়ক উন্মোচন রোহিঙ্গা সঙ্কট সমাধান না হলে পুরো অঞ্চল সমস্যায় পড়বে প্রয়োজন না হলেও ভারতের সাথে যৌথ রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ

সকল