১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

হাজেরা বেগম - ছবি - নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজেরা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আকিচুর রহমান (৪৫) মারাত্মক আহত হয়েছেন।

সোমবার সকালে পৌর শহরের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম পৌর শহরের ইছাপুর গ্রামের আকিচুর রহমানের স্ত্রী। আহত আকিচুর রহমান একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

আকিচুর রহমানের প্রতিবেশী চাচাতো ভাই বিল্লাল হোসেন বলেন, আকিচুর রহমান ইজিবাইক চালায়। প্রতিদিনের মতো রাতে বাড়িতেই তার বাইকটি চার্জে দেয়। সোমবার ভোরে আকিচুর রহমানের স্ত্রী হাজেরা বেগম ঘুম থেকে উঠে বাইকটির কাছে যায়। সারারাত বৃষ্টি হওয়ায় ছেড়া-কাটা তারের কারণে বাইকের বডিতে বিদ্যুতায়িত হয়ে যায়। হাজেরা বেগম বাইকে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে আকিচুর রহমান আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়।

তাদের মেয়ে মিথিলা খাতুনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের জরুরি বিভাগের চিকৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন। আকিচুর রহমানকে হাসপাতালে ভর্তি করানো হয়।

আকিচুর রহমানের মেয়ে মিথিলা খাতুন জানান, আমার বাবা পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিন রাতে বাইক বাড়িতে এনে চার্জে দেন। এ দিনও চার্জে দিয়ে ঘুমাতে যান। সকালে বাইক বের করতে গেলে এ ঘটনা ঘটে।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইমন হাসান বলেন, হাজেরা বেগমকে হাসপাতালে আনার আগেই মারা যান। তার স্বামী আকিচুর রহমানের অবস্থাও আশঙ্কা মুক্ত।


আরো সংবাদ



premium cement
এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

সকল