১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

- ছবি - নয়া দিগন্ত

টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। একইসাথে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বৃষ্টি ও বাতাসের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ২৪ ঘণ্টায় এই জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৭ দশমিক এক মিলিমিটার।

আজ সোমবার সকাল ৬টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০/৩৫ কি. মি.।

নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টির কারণে জেলার নিচু এলাকা, মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে ও রাস্তাঘাট ডুবে গেছে। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার সকাল ৬টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ দশমিক আট মিলিমিটার, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৪ মিলিমিটার, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৩ দশিমক আট মিলিমিটার, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৮৭ দশমিক এক মিলিমিটার এবং রাত ৯টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কি.মি.।


আরো সংবাদ



premium cement