২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল

- ছবি : সংগৃহীত

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে দ্রুতই নতুন কমিটি দেয়া হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এদিকে, গতকাল রাতে কেন্দ্র থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর কুষ্টিয়া বিএনপির তৃণমূল নেতাকর্মী এমনকি জেলার শীর্ষ নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ কেউ বলছেন তাহলে কী মেহেদী রুমী সোহরাব উদ্দিন অধ্যায়ের সমাপ্তি ঘটল, না কি নতুন নেতৃত্বের আগমন ঘটতে যাচ্ছে। তবে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে জেলা জুড়ে। নতুন কমিটিতে কারা আসতে পারেন?

নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, আগামী দু’চার দিনের মধ্যে একটি সংক্ষিপ্ত আহ্বায়ক কমিটি আসতে পারে। আর ওই কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হতে পারে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সম্পাদক, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারকে। আর সদস্য সচিব কুতুব উদ্দিন আহমেদকে। কুতুব উদ্দিন কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি।

তবে আরেকটি পক্ষ বলছে, অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করেও কমিটি দেয়া হতে পারে। হঠাৎ করেই কমিটি কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল ঘোষণা করায় প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলকর্মী থেকে শুরু করে জেলার শীর্ষ নেতাকর্মীরা।

এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু মনে করেন, আগামীতে তাদেরকেই রাখা উচিৎ যারা কি না বিভিন্ন আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং যোগ্য।

যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘আশা করি, শিগগিরই একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি হবে ওই কমিটির নেতৃত্বে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন প্রাণ ফিরে পাবে।’

বিলুপ্ত কমিটির সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘যেহেতু কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় বছর দু’য়েক আগেই সেহেতু কমিটি বাতিল হবে বিষয়টি স্বাভাবিক। তবে কমিটি বাতিল করায় সংগঠনের ওপর বিন্দুমাত্র প্রভাব পড়বে না।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্তির কথা শুনেছি। যেহেতু কুষ্টিয়া জেলা বিএনপির সর্বশেষ কমিটি ঘোষণা হয় ২০১৯ সালের ৭ মে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দেশের অন্যান্য জেলার ন্যায় কুষ্টিয়া কমিটিও বাতিল করা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি।’


আরো সংবাদ



premium cement