১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রাজন হোসেন মোল্লা নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে কাঁচেরকোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজন কাঁচেরকোল গ্রামের হারুন মোল্লার ছেলে।

এলাকাবাসীরা জানান, সারাদিন ভ্যান চালিয়ে রাজন মোল্লা বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে আসে। বাড়িতে এসে বিদ্যুতের লাইন বন্ধ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে স্থানীয় কাঁচের কোল ইউনিয়নের বর্তমানে ইউপি সদস্য সাহেব আলী জানান, বিদ্যুতের স্পষ্টে কাঁচের কোল গ্রামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে সংবাদ শুনেছি।

শৈলকুপা থানার উপ পরিদর্শক আব্দুল জলিল বিদ্যুৎস্পৃষ্টে কাঁচেরকোল গ্রামে রাজন মোল্লা নামের এক ব্যক্তি মারা গেছে বলে জানান।


আরো সংবাদ



premium cement