২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ায় ১ কেজি ৩৭৩ গ্রাম স্বর্ণসহ ২ যুবক আটক

কুষ্টিয়ায় ১ কেজি ৩৭৩ গ্রাম স্বর্ণসহ ২ যুবক আটক - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৩৭৩ গ্রাম স্বর্ণসহ দুইজনকে আটক করেছে বর্ডার কার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন সদস্যরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো: মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইনছাপনগর মরারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো: নজরুল ইসলাম (২০) ও একই গ্রামের কাজল বিশ্বাসের ছেলে মো: সেলিম রেজা (২২)।

এর আগে একই দিন ভোরে জে আর পরিবহন বাসে তল্লাশি চালিয়ে দুইজন আসামীসহ দুই কেজি ৬১৮ দশমকি ৬৮ গ্রাম স্বর্ণ (২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার), নগদ পাঁচ হাজার ৮০৪ টাকা এবং দুটি স্মার্ট মোবাইলফোনসহ দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো: মাহবুব মুর্শেদ রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-১-এস এর কাছ হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে সুকারঘাট নামক স্থানে জেসিও ১০১০৫ নায়েক সুবেদার মো: শওকত আলীর নেতৃত্বে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম স্বর্ণ (সাতটি দ্বিখণ্ডিত স্বর্ণের বার), দুটি হিরো হোন্ডা মোটর সাইকেল, দুটি স্মার্ট মোবাইল (সিমসহ) এবং নগদ এক হাজার ২২০ টাকা উদ্ধার করে।

যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।

বিজিবি অধিনায় আরো জানান, নীতিমালা অনুযায়ী পরবর্তীতে কুষ্টিয়া দৌলতপুর থানায় মামলার এবং বর্ণিত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement