চুয়াডাঙ্গার ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা গ্রেফতার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪২
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর চালায় গ্রেফতার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ছয়জন। এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট আফজাল হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সকালে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে দেখতে পেয়ে তার ওপর হামলা চালায় স্থানীয় লোকজন। পরে পুলিশ পৌঁছে তাকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাকে গ্রেফতারের পর আদালতে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা