শৈলকুপায় আগুনে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫
ঝিনাইদহের শৈলকুপায় এক কাঁচামাল ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার ভোর সকালে উপজেলার ফুলহরি নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কাঁচামাল ব্যবসায়ী শামসুল হক জানান, ‘আমার আপন বলে পৃথিবীতে কেউ নেই। আমি বাজারের একটা ঘর ভাড়া নিয়ে কাঁচামালের ব্যবসা করি এবং এখানেই বসবাস করি। আজ সকালে দেখি আমার ঘরে আগুন লেগেছে। কিভাবে আগুন লাগল সেটা আমি জানি না। আগুনে আমার ঘরে থাকা নগদ টাকা ও মালামালসহ প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে, আগুন লাগার খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, ‘আমরা এসে আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা