মহেশপুরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
- মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহে কীটনাশক পানে ইউসুফ আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ইউসুফ আলী মহেশপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামের মরহুম ইমান আলীর ছেলে।
ইউসুফের চাচাত ভাই মিঠু জানান, প্রথম স্ত্রী ও দুই ছেলে থাকার পরও ইউসুফ আলী তিন-চার মাস আগে খালাত বোনকে দ্বিতীয় বিয়ে করে পাশ্ববর্তী খালিশপুর বাজারের পাশে বাসা ভাড়া নিয়ে রাখেন। এ নিয়ে প্রায় তাদের বাড়িতে পারিবারিক ঝগড়া হতো।
শুক্রবার সকালে দ্বিতীয় স্ত্রীর ওখান থেকে বাড়ি এলে রাতে প্রথম স্ত্রীর সাথে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। শনিবার সকালে মাঠে গিয়ে ইউসুফ কীটনাশক (ঘাসপোড়া) পান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার অবনতি হলে রাতে তাকে খুলনা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে মৃত্যু হয় ইউসুফ আলীর।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান উজ্জল জানান, দ্বিতীয় বিয়ের কারণে পারিবারিক কলহে মাঠে গিয়ে কীটনাশক পান করে ইউসুফ। খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে শুনেছি।
ফতেপুর ইউপি চেয়ারম্যার গোলাম হায়দার নান্টু জানান, লাশ খুলনা থেকে বাড়িতে আনা হয়েছে। থানায় আবেদনের প্রেক্ষিতে পুলিশ এলো। লাশের সুরতহাল রিপোটের কাজ চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা