১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ রাজনৈতিক দলের মতো কাজ করছে’

গত ১৫ বছরে যে নির্যাতন হয়েছে সেই তুলনায় রিঅ্যাকশন হয়নি : এসপি
‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ রাজনৈতিক দলের মতো কাজ করছে’ - ছবি : নয়া দিগন্ত

যশোরের মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের মতো কাজ করছে। আমি এদের পছন্দ করি না, এদের কাজেও যাই না।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোরের নবাগত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদের সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিনয় কৃষ্ণ মল্লিক যশোর থেকে প্রকাশিত দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদকও। মতবিনিময় সভায় পুলিশ সুপার সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। যাতে মানুষ উপকৃত হয় এবং আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং আমরাও যাতে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করতে পারি। তিনি যশোরকে মডেল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার বলেন, গত ১৫ বছরে যশোরে যে অত্যাচার নির্যাতন হয়েছে ৫ আগস্টেরর পর সেই তুলনায় রিঅ্যাকশন হয়নি। এখানকার মানুষ যে প্রতিশোধ পরায়ণ না; এটিই তার প্রমাণ। এর আগে অনেক কথা বলা যায়নি। এখন সময় এসেছে স্বাধীনভাবে কথা বলার। তিনি শহরের যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন বলে জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, বেলাল হোসাইন ও ফিরোজ কবির।

সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের যশোর অফিস ইনচার্জ এম আইউব, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, অনলাইন এডিটর জাহিদ আহমেদ লিটন ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা কে হবে মিয়ানমারের আগামীর নীতিনির্ধারক ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে অর্থনীতি ধ্বংস করেছে : সেলিমা রহমান নোবিপ্রবির সাথে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর মতিউরের স্ত্রী কানিজ কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন নাটোরে অগ্নিসংযোগের মামলায় দুলুসহ ৯৪ খালাস ক্রিড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদমুক্ত হওয়া উচিৎ : নূরুল ইসলাম বুলবুল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপু হত্যা: প্রতিশোধ ও আধিপত্য বিস্তারের গল্প উন্মোচন

সকল