কুষ্টিয়ায় চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০
বন্ধ থাকা কুষ্টিয়া চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি সংগঠন কুষ্টিয়া শাখা।
রোববার সকালে কুষ্টিয়া চিনিকলের প্রধান গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি সংগঠন কুষ্টিয়া শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, কুষ্টিয়া চিনিকলের সাবেক সিবিএ সভাপতি নিজামুল হক, সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান মিথুন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপন, সহ-সভাপতি রায়হান আলী, ছাত্রদল নেতা ইন, মোকাম, জীবন, সিয়াম মনোয়ার প্রমুখ।
বক্তারা অবিলম্বে বন্ধ কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই চালুর মাধ্যমে এলাকার অর্থনৈতিক চালিকা শক্তিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
তারা আরো বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার কুষ্টিয়াসহ ছয়টি চিনিকল বন্ধ রেখে তার দোসরদের মাধ্যমে চিনি ব্যবসাকে নিয়ন্ত্রণ করেছে। চিনিকল বন্ধে শত শত শ্রমিক বেকার জীবনযাপন করছে। অনতিবিলম্বে বন্ধ চিনিকলগুলো চালু করে দেশের চিনি আহরণের পথ সুগম করতে হবে।’
পরে বিক্ষোভ সমাবেশ নিয়ে তারা মিল এলাকা প্রদক্ষিণ করে।
২০২০ সালে কুষ্টিয়া চিনিকলসহ দেশের ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ করে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা