কুষ্টিয়ায় বিএনপি নেতাকে আ‘লীগ নেতা হিসেবে প্রচারণার অভিযোগ
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৯
কুষ্টিয়ার মিরপুরে বিএনপির এক নেতাকে আওয়ামী লীগ নেতা হিসেবে প্রচারণার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুল হক খান মাসুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি একটি ব্যবসায়ী সংগঠনের মালিক সমিতির সভাপতি। যেটি উপজেলা কৃষি অফিসের সাথে সম্পর্কিত। মালিক সমিতির কাজে গত বছরের ৩১ জুলাই এবং আরো দুই দিন আমি মিরপুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান কামারুল আরেফিনের সাথে দেখা করি। দেখা করার সংবাদটি ওই সময় বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়। তাছাড়া আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমি উপজেলা চেয়ারম্যানের কাছে কখনো যাইনি। তার সাথে আমার রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো সম্পর্ক আগেও ছিল না এবং বর্তমানেও নেই।’
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় এবং ক্ষতি করার জন্য ওই ছবি ব্যবহার করে আওয়ামী লীগের লোক হিসেবে প্রচার করছে। তারা আমার ইমেজ নষ্ট করছে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে।’
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মুকুল, প্রচার সম্পাদক মারফত আফ্রিদি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা