২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাংনীতে বোমা মেরে কুপিয়ে টাকা-মোটরসাইকেল ছিনতাই, আহত ২

- ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলায় ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে কুপিয়ে ও বোমা মেরে মোটরসাইকেল এবং টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মাজেদুর রহমান (৩৫) ও মিরাজ আলীকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মাজেদুরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠিয়েছে গাংনী হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রে জানা গেছে, গ্লোবাল ফার্মাসিউটিক্যালস লি:-এর ভেটেনারি প্রশাসন অফিসার মাজেদুর রহমান ও ইথিক্যাল ফার্মাসিউটিক্যালস-এর বিক্রয় প্রতিনিধি মিরাজ আলী কর্মসূত্রে গাংনী শহরে বসবাস করেন। শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেলে তারা দুইজন পেশাগত দায়িত্বের অংশ হিসেবে করমদি ও তেঁতুলবাড়ীয়া এলাকার ফার্সেমিগুলোতে টাকা আদায় করতে গিয়েছিলেন। টাকা আদায় শেষে গাংনী শহরে ফিরছিলেন তারা। তেঁতুলবাড়ীয়া-করমদি সড়কের করমদি গ্রামের ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের গতিরোধ করে। মাজেদুর রহমান ও মিরাজ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে ২০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

সূত্রে আরো জানা গেছে, এ সময় মাজেদুর রহমান চিৎকার দিলে তার ওপরে একটি বোমা নিক্ষেপ করে সটকে পড়ে ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ বলেন, ‘মাজেদুর রহমানের বাম হাতে ধারালো অস্ত্রের কোপে এবং বোমাঘাতে বড় জখম হয়েছে। এছাড়াও তার ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে বোমাঘাতের ক্ষত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যজন মিরাজ আলীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement