কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৩
প্রশাসনের সাথে ফলপ্রসু আলোচনা শেষে কুষ্টিয়ায় মোটর শ্রমিকেরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে শনিবার থেকে কাজ যোগ দেয়ার ঘোষনা দিয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে পরিবহন মালিক শ্রমিকেরা শনিবার থেকে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাবউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সিএনজিচালক প্রতিনিধি।
বুধবার মোটরশ্রমিকদের সাথে সিএনজিচালকেরা দ্বন্দ্বে জড়ালে শুক্রবার সকাল থেকেই পরিবহন শ্রমিকেরা কুষ্টিয়ার সাথে যোগাযোগকারী সকল রুটের বাস চলাচল বন্ধ রাখে। ফলে জেলার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার সারাদিন শুধু মাত্র কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ থাকলেও শুক্রবার জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ছিল। প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক করেও শান্তিপূর্ণ কোনো সমাধান না হওয়ায় বাস বন্ধের সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া পরিবহন মালিক ও মোটরশ্রমিক ইউনিয়ন। বুধবার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা ও মিরপুর এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি চালকদের সাথে বাস শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এর জেরে সিএনজি মালিকেরা আমলা ও মিরপুরে কয়েকটি বাসে হামলা চালায়। এর জের ধরে বুধবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ও সিএনজি চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রী সাধারণের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সাথে পরিবহন শ্রমিক, মালিক ও সিএনজি মালিকদের সাথে একটি বৈঠক হয়। ওই দিনই কয়েকটি স্থানে পরিবহন শ্রমিক ও সিএনজি মালিক ড্রাইভারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে কুষ্টিয়ার পরিবহণ শ্রমিকরো শুক্রবার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সহ-সম্পাদক এমদাদুল হক নান্টু জানান, মহা সড়কে অবৈধভাবে চলাচলকারী, সিএনজি, নসিমন, করিমন, অটোরিকশা যত্রতত্র সড়কে থেমে থেমে যাত্রী সাধারণ উঠা নামা করায়। এছাড়া বাস কাউন্টারের কিাছ থেকে যাত্রী তোলায় আমরা আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি। এর কারণে পরিবহন শ্রমিকদের সাথে তাদের বাকবিতিণ্ডার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সাথে উভয়পক্ষের শান্তিপূর্ণ আলোচনা শেষে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা