কুষ্টিয়ায় আন্তঃজেলা ও অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৫
সিএনজিচালিত-অটোরিকশার শ্রমিকদের সাথে বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা।
তবে ঢাকার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার ভোর থেকে কুষ্টিয়ার সাথে আন্তঃজেলা চলাচলকারী এবং অভ্যন্তরীণ সকল রুটের বাস বন্ধ রাখা হয়। এর আগে, বুধবার সারদিন শুধুমাত্র কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল বন্ধ থাকে।
প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক করেও শান্তিপুর্ণ কোনো সমাধান না হওয়ায় বাস বন্ধের সিদ্ধান্ত নেন কুষ্টিয়া পরিবহন মালিক ও মোটর শ্রমিক ইউনয়নের সকল শ্রমিক।
গত বুধবার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা ও মিরপুর এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজিচালিত-অটোরিকশাচালকদের সাথে বাস শ্রমিকদের মারধর হয়। এর জেরে সিএনজিচালিত-অটোরিকশার মালিকেরা আমলা ও মিরপুরে কয়েকটি বাসে হামলা চালায়। পরে বুধবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকে। যাত্রীরাবিকল্প হিসেবে ব্যাটারিচালিত-অটোরিকশায় চলাচল করলেও প্রতিবন্ধকতায় তা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সাথে পরিবহন শ্রমিক, মালিক ও সিএনজি মালিকদের সাথে একটি বৈঠক হয়। সেখানে সড়কে যানবাহন চলাচলে স্বাভাবিক পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করা হয়। ওই দিনই কয়েকটি স্থানে পরিবহন শ্রমিক ও সিএনজি মালিক-ড্রাইভারের মধ্যে মারামারির হয়। এরই জের ধরে কুষ্টিয়ার পরিবহন শ্রমিকরা শুক্রবার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সহ-সম্পাদক এমদাদুল হক নান্টু বলেন, ‘মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সিএনজি, নসিমন, করিমন, অটোরিকশা যত্রতত্র সড়কে থেমে থেমে যাত্রী সাধারণ ওঠা-নামা করায়। এছাড়া বাস কাউন্টারের কাছ থেকে যাত্রী তোলায় আমরা আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি। এর কারণে পরিবহন শ্রমিকদের সাথে তাদের বাকবিতিণ্ডা ঘটে। এর একটি শান্তিপুর্ণ সুরাহা হওয়া উচিত।’
তিনি অভিযোগ করেন, ‘সরকারের সকল বিধিবদ্ধ ঠিক রেখে বাস মহাসড়কে চলাচল করে। অথচ এসব অবৈধ যানবাহন চলাচল মহামান্য হাইকোর্টে নিষিদ্ধ থাকা সত্ত্বেওতারা সড়কে দাপিয়ে চলাচল করে এবং দুর্ঘটনা ঘটায়।’
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার জানান, ‘একবার মিটিং করে সমাধান করা হয়েছে, আবার একই পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সভা আহ্বান করা হয়েছে। আশা করি, সমাধানে আসা যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা