পাটকেলঘাটায় কপোতাক্ষ নদে লাফ দিয়ে কিশোরের মৃত্যু
- তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
- ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজ থেকে কপোতাক্ষ নদীতে লাফ দিয়ে পানিতে ডুবে হোসেন আলী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে, একইদিন বিকেলে সাড়ে ৫টার দিকে নদে লাফ দেন হোসেন আলী।
হোসেন পাটকেলঘাটা ওভারব্রিজ বস্তী এলাকার ভ্যানচালক আলতাফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নিয়মিত আনন্দচ্ছলে এলাকার তরুণরা ব্রিজের ওপর থেকে কপোতাক্ষে লাফ দিতো। বুধবার বিকেলে তিনজন লাফ দিলে দু’জন তীরে ফিরে এলেও ফিরেননি হোসেন আলী।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টায় খবর পেয়ে ডুবুরী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে।
পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা