লেবানন দূতাবাসের বাংলাদেশী কর্মকর্তার মৃত্যু
- মিরপুর (কুষ্টিয়া)সংবাদদাতা
- ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪, আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯
লেবানন দূতাবাসে কর্মরত জুবায়ের কবির তুষার (৩৫) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (২সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তুষারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ায়। তিনি ২০১৫ সালের ১৫ জুন লেবানন দূতাবাসে যোগদান করেন। এর আগে, তুষার প্রথম আলো বন্ধু সভার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে ছিলেন। তিনি হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা।
তুষারের ভাই সাংবাদিক হুমায়ুন কবির হিমু জানান, সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিল তুষার। ছুটি শেষে আজ সোমবার রাতে লেবাননে ফিরে যাওয়ার কথা ছিল তার। সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা