চুয়াডাঙ্গায় পুলিশের গুলিতে পঙ্গু মোফাইল : প্রয়োজন অর্থ সহায়তা
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রদীপ ফ্যান কোম্পানির কর্মচারি মোফায়েল হোসেন (২৩) পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে দিন পার করছেন। দীর্ঘ এক মাস ১০ দিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন মোফাইল হোসেন। আসহায় পরিবারটি ছেলের চিকিৎসার খরচ জোগাতে হিমসিম খাচ্ছে। মোফায়েল হোসেন দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামের দিনমজুর হাফিজুর রহমানের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের দিনমজুর হাফিজুর রহমানের ছেলে মোফাইল হোসেন ঢাকার প্রদীপ ফ্যান কোম্পানিতে কর্মচারি হিসেবে কর্মরত ছিল। গত ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়। ওই সময় সে এবং তার বন্ধুরা মিলে বাজারের উদ্দেশে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় পুলিশের ছোড়া গুলিতে তার ডান পা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হয়। পরে তার বন্ধুরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার সালমান হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করেন। দীর্ঘ এক মাস ১০ দিন পঙ্গু হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসার খরচ জোগাতে না পেরে তাকে বাড়িতে নিয়ে আসে। বর্তমান তিনি নিজ গ্রাম পুরাতন বাস্তপুরে বাড়িতে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। তার চিকিৎসায় সকলের নিকট সহায়তা চেয়েছেন পরিবারটি।
পুলিশের গুলিতে আহত মোফাইলের পিতা দিনমজুর হাফিজুর রহমান বলেন, ছেলের এমন ঘটনা শোনামাত্র আমরা তড়িঘড়ি করে ঢাকায় চলে যাই। চিকিৎসার জন্য ছেলেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে ছেলেকে বাড়িতে নিয়ে এসেছি। প্রতি ১৪ দিন পর পর ছেলেকে হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আমার একার পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা কষ্টের। ছেলের সু-চিকিৎসার জন্য বর্তমান সরকারসহ হৃদয়বানদের সুদৃষ্টি কামনা করছি।
দামুড়হুদার হাউলী ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, মোফাইলের পরিবারটি খুবই আসহায় ও গরিব। প্রশাসন ও বৃত্তবানদের সহায়তা পেলে সুচিকিৎসায় ছেলেটা সুস্থ হয়ে উঠবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে তার সুচিকিৎসায় সহযোগিতা করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা