২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা - ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ভাই সরফরাজ হোসেন মৃদুল, ভাগ্নে তূর্য বিশ্বাস, সহযোগি সাবেক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ ১৬৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) মেহেরপুরের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম এ মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিচারক মেহেরপুর জেলা ও দায়রা জজ মঞ্জুরুল ইমাম সদর থানার ওসিকে এফআইআরের নির্দেশ দেন।

মামলার বাদি পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে শহরের বড়বাজার মোড় ও কলেজ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র ও জনগণ শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর নির্দেশে আসামীগণ অজ্ঞাত আরো ৫০-৬০ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাশের লাঠিসহ অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়ভীতি, খুন, জখম করার উদ্দেশে মোট সাইকেলে চড়ে মহড়া দেয়। তখন আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং আসামিদের হামলায়। এদিক সেদিক ছোটাছুটি করাকালীন সময়ে আসামিরা ছাত্র ও উপস্থিত জনতাকে খুন জখমের হুমিক প্রদান করে।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো: শাহজামাল, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, বারাদি ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটন, আওয়ামী লীগ নেতা উপপ্রচার সম্পাদক মিজানুর রহমান হিরণ, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনসহ নামীয় আসামি ১৬৩ জন।


আরো সংবাদ



premium cement