২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে ৬৯ জনের নামে মামলা

- ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, কেরু চিনিকলের শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাসুদুর রহমান ও তার ছেলেসহ ৬৯ জনকে আসামি করে দর্শনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। (মামলা নং ৯ তাং ২৭ আগস্ট ২৪)। দর্শনা থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার বাদি রবিউল ইসলাম ও পুলিশ জানায়, গত ২০২২ সালের ৭ ডিসেম্বর সন্ধা ৭টার দিকে দর্শনা পৌরসভার পরানপুর গ্রামে বাদির বাড়ি ঢুকে আসামিরা বাদিকে হত্যার উদ্দেশে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এ সময় বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়। আমার (বাদির) স্ত্রী বাধা দিলে তাকে মারপিট করে। বাদি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদি বলেছেন, দর্শনা থানায় মামলা করতে গেলে থানা পুলিশ উল্টো মামলা দিয়ে আমাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। চিকিৎসা ও জেল থেকে মুক্ত হয়ে এসে প্রায় দুই বছর পর ২৭ আগস্ট মঙ্গলবার রাতে দর্শনা থানায় গিয়ে মামলাটি করি।

মামলা তদন্তকারি কর্মকর্তা তারেক হাসান জানান, বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারাসহ বেশ কয়েকটি ধারায় দেয়া মামলার এজাহার কপি হাতে পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দর্শনা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মামলাটি রাতেই রেকর্ড করা হয়েছে। (মামলা নং ৯, তারিখ ২৭ আগস্ট ২০২৪।) আসামি আটকের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement