কুষ্টিয়ায় ছাত্র আন্দোলনের নিহত-আহতদের পরিবারে বিজিবি‘র আর্থিক সহযোগিতা
- কুষ্টিয়া প্রতিনিধি
- ২৬ আগস্ট ২০২৪, ১৭:৫১
দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে কুষ্টিয়ায় নিহত ও আহত সদস্যদের বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে। সোমবার দুপুরে বিজিবি ৪৭ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব মুর্শেদ পরিবারের সদস্যদের হাতে এসব অনুদান তুলে দেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় নিহত চারজনকে ৫০ হাজার টাকা করে এবং আহত ৪ পরিবারের মাঝে পঁচিশ হাজার টাকা করে মোট দুই লাখ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়।
নিহতদের মধ্যে রয়েছে চরথানাপাড়ার লোকমানের ছেলে মো: আব্দুল্লাহ (১৬), হরিপুর শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), সদর উপজেলার দহকোলা গ্রামের মাওলানা আবদুর রকিবের ছেলে মাদরাসা শিক্ষার্থী ও উসামা (১৮), হাটশ হরিপুর গ্রামের রফিকুলের ছেলে বাবু-(২৩)।
আহতেরা হলেন ইসতিয়াক (২৭), এস এম সুমন (২৭), মো: জিসান মাহমুদ, মো: আঃ রহমান। নিহত ও আহতদের বাড়িতে পৌঁছে দেয়া হয় এই অনুদানের টাকা। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ সাংবাদিকদের জানান, সারাদেশে বিজিবির উদ্যোগে নেয়া এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় শহীদ ও আহত পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়। আশা করি, এই সামান্য অর্থ সহযোগিতায় পরিবারের জন্য উপকার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা