শহীদ সাকিব রায়হান ও ইয়াসিন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন
- খুলনা ব্যুরো
- ২৪ আগস্ট ২০২৪, ১৪:৪১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ঐতিহাসিক ইতিহাসের এক অনন্য অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গুলিতে নিহত খুলনার শহীদ সাকিব রায়হান ও ইয়াসিন শেখ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন। আমরা ছাত্র-জনতার রক্তের ওপর দাড়িয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। শহীদ সাকিব রায়হান ও ইয়াসিন-সহ যারা জীবন দিয়েছেন তারা মরেনি তারা প্রমাণ করে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়ে, কিভাবে জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ফ্যাসিস্ট হাসিনা পতনের ইতিহাসে এসব শহীদের নাম নতুন বাংলাদেশের সোনার অক্ষরে লেখা থাকবে।’
শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরী আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি শহীদ সাকিব রায়হানের গর্বিত বাবা আজিজুর রহমানের হাতে নগদ অর্থ প্রদান করেন এবং তাকে বুকে টেনে নেন। পরে তিনি পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং শহীদ সাকিব রায়হান ও ইয়াসিনের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। এর আগে,
গোলাম পরওয়ার বলেন, ‘অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বিভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী, সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’
খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা