২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শহীদ সাকিব রায়হান ও ইয়াসিন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ঐতিহাসিক ইতিহাসের এক অনন্য অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গুলিতে নিহত খুলনার শহীদ সাকিব রায়হান ও ইয়াসিন শেখ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন। আমরা ছাত্র-জনতার রক্তের ওপর দাড়িয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। শহীদ সাকিব রায়হান ও ইয়াসিন-সহ যারা জীবন দিয়েছেন তারা মরেনি তারা প্রমাণ করে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়ে, কিভাবে জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ফ্যাসিস্ট হাসিনা পতনের ইতিহাসে এসব শহীদের নাম নতুন বাংলাদেশের সোনার অক্ষরে লেখা থাকবে।’

শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরী আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শহীদ সাকিব রায়হানের গর্বিত বাবা আজিজুর রহমানের হাতে নগদ অর্থ প্রদান করেন এবং তাকে বুকে টেনে নেন। পরে তিনি পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং শহীদ সাকিব রায়হান ও ইয়াসিনের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। এর আগে,

গোলাম পরওয়ার বলেন, ‘অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বিভৎসতা দেখে কোনো পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী, সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল