২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা, ইউপি চেয়ারম্যান শিপলুকে জিজ্ঞাসাবাদ

- ছবি : নয়া দিগন্ত

ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সেলিম সরদারকে (৫৫) শুক্রবার জুম্মা নামাজের পর গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে মিস ফায়ারের কারণে তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিবলুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্র জানায়, ফুলতলার নতুনহাটস্থ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বেলা পৌনে ২টার দিকে বিএনপি নেতা সেলিম সরদার ও তার ভাইপো আবু ওবায়দা অনিক (২৬) কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন। নতুনহাটের বাবু স্টেশনে পৌঁছালে সেলিমকে লক্ষ্য করে দুই যুবক কাছ থেকে পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করে। তবে মিস ফায়ার হলে উপস্থিত মুসল্লিরা তাদেরকে ধাওয়া করলে তারা আরো কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

অপরদিকে সেলিমকে গুলি করে হত্যা প্রচেষ্টা প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী তাৎক্ষণিকভাবে খুলনা-যশোর মহাসড়কের নতুনহাট হাসপাতালের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি নেতা সেলিম সরদার বলেন, পিতা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বড়ো ভাই ইউপি চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল, ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে যে চরমপস্থী নেতার নেতৃত্বে খুন করা হয়েছে, তারাই আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।

অভিসার ইনচার্জ (ওসি) মো: হানিফ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, ডিবির ওসি মো: নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে থানায় এসে চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিবলুকে জিজ্ঞাসাবাদ করছেন।

এদিকে, খবর পেয়ে বিকেল ৪টায় খুলনা জেলা বিএনপির সভাপতি আমির এজাজ খাঁন, বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পী, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইঞ্জিয়া মনির হাসান টিটো প্রমুখ নেতারা সেলিম সরদারের বাড়িতে আসেন।


আরো সংবাদ



premium cement