খুলনায় খালেক, মন্নুজান ও কামালসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
- খুলনা ব্যুরো
- ২১ আগস্ট ২০২৪, ১৮:১৭
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামে মামলা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) নগরীর খালিশপুর থানায় মামলাটি করেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস শেখ।
তাদের বিরুদ্ধে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, কাজী তালাত হোসেন কাউট ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু। খালিশপুর থানার ওসি তদন্ত মামলার তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-গণআন্দোলনে মুখে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা