২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খুলনায় খালেক, মন্নুজান ও কামালসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় খালেক, মন্নুজান ও কামালসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা - ছবি : নয়া দিগন্ত

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামে মামলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) নগরীর খালিশপুর থানায় মামলাটি করেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস শেখ।

তাদের বিরুদ্ধে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, কাজী তালাত হোসেন কাউট ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু। খালিশপুর থানার ওসি তদন্ত মামলার তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-গণআন্দোলনে মুখে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপন করেছেন।


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল