২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের সাথে যাত্রীবাহী রেল সেবা ও পণ্যবাহী ট্রেন বন্ধ

ভারতের সাথে যাত্রীবাহী রেল সেবা ও পণ্যবাহী ট্রেন বন্ধ - ছবি : নয়া দিগন্ত

যশোরের বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে স্থলপথে আমদানি-রফতানি বাণিজ্য ও যাত্রী যাতায়াত স্বাভাবিক হলেও ভারতের অনিহার কারণে যাত্রীবাহী রেল সেবা ও পণ্যবাহী ট্রেন যাতায়াত গত এক মাস ধরে বন্ধ রয়েছে। পণ্য পরিবহন বন্ধ থাকায় শিল্পকারখানায় উৎপাদন এবং নিরাপদ যাত্রা বিঘ্নিত হচ্ছে। রেলপথে কবে নাগাদ বাণিজ্য এবং যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে তা অনিশ্চিত।

বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়কপথে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য হয় এবং যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে। বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সড়কপথে যাত্রী যাতায়াত এবং পণ্য পরিবহন সীমিত পরিসরে চলমান থাকলেও রেলপথে যাত্রী এবং পন্য পরিবহন একেবারেই বন্ধ হয়ে যায়। গত এক সপ্তাহ আগে থেকে সড়কপথে পুরোপুরি শুরু হয়েছে বাণিজ্য ও যাত্রী চলাচল। তবে রেলপথে বাণিজ্য ও যাত্রী চলাচল শুরু করতে বাংলাদেশের রেল কর্তৃপক্ষ ভারতের রেল মন্ত্রণালয়কে অনুরোধ জানালেও সাড়া মিলছে না।

রেলপথে আমদানি পণ্যের বেশির ভাগ শিল্পের কাঁচামাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল, সার, সিমেন্ট তৈরির উপকরণ ও কৃষি যন্ত্রাংশ আমদানি হয়ে থাকে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, সড়কপথে যে পরিমাণ পণ্য আমদানি হতো, তার অর্ধেক পরিমাণ পণ্য রেলপথে আমদানি হতো। আজ একমাস যাবৎ এ পথে যাত্রী এবং পন্য পরিবহন বন্ধ রয়েছে। ২০১৭ সালের ৯ নভেম্বর ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল শুরু হয়। এ পথে গত এক মাস ধরে আমদানি বাণিজ্য এবং যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তির স্বিকার হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, রেলে শিল্পকারখানার জরুরি কাঁচামাল ও কৃষিপণ্য বেশি আমদানি হয়। পণ্য পরিবহন বন্ধ থাকায় কলকাখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বেনাপোল আন্তর্জাতিক রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে রেলপথে যাত্রী পরিবহন করে বন্ধন এক্সপ্রেস। এ ছাড়া ওয়াগান, পার্সেল ভ্যান ও সাইডডোর কন্টেইনার কোম্পানির মাধ্যমে আমদানিকৃত পণ্য পরিবহন হয়।এটি একমাস ধরে বন্ধ রয়েছে। এ পথে আমদানি বন্ধ থাকাই রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছেন সরকার। বাংলাদেশ সরকার ভারতীয় কর্তৃপক্ষকে যাত্রী বহনের ‘বন্ধন-এক্সপ্রেস’ ট্রেন এবং পন্য পরিবহনের চালুর বিষয়ে অনুরোধ জানালেও তারা সাড়া দিচ্ছেন না।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান,খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন এবং বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে পন্য পরিবহন ট্রেনটি চালুর বিষয়ে ভারতের বন্দর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন দুইদেশের উর্ধতন কর্মকর্তারদের সাথে বৈঠক করে শিগগিরই চালু হবে।


আরো সংবাদ



premium cement
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের

সকল