খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসির পদত্যাগ
- খুলনা ব্যুরো
- ২০ আগস্ট ২০২৪, ১৬:১১
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন, প্রো-ভিসি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর প্রেরিত পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেন ভিসি। এর আগে, তিনি শিক্ষার্থীদের সাথে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের প্রভোস্ট, সিন্ডিকেটের দু’জন সদস্য, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকরা ও বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক।
বিদায়ী রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস এসব পদত্যাগের তথ্য নিশ্চিত করেন।
এর আগে, এক বদলির আদেশে জনসংযোগ বিভাগের পরিচালক মো: মঈনুল হোসেন, ভিসির সচিব সঞ্জয় সাহা, বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো: হাসানুজ্জামানসহ ১৩ কর্মকর্তাকে তাদের কর্মস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের অন্য দফতরে বদলি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা