‘সাবেক জনপ্রশাসনমন্ত্রী আছেন’ সন্দেহে বাড়ি তল্লাশি
- মেহেরপুর প্রতিনিধি
- ২০ আগস্ট ২০২৪, ১০:৩১, আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১৫:২৬
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন অবস্থান করছেন এমন সন্দেহে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় ওই গ্রামের কবরস্থান পাড়ার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত জনগণ জানান, ফরহাদ হোসেন সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ওই বাড়িতে অবস্থান করছেন বলে জানতে পারেন তারা। একাধিক সূত্র থেকে এ তথ্য জানতে পেরে মেহেরপুর জেলা যুবদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী রাত পৌনে ১টা থেকে বাড়িটি ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গেলে বাড়ির ভেতর থেকে বলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাসদস্যরা না এলে গেট খোলা হবে না। প্রায় এক ঘণ্টা পর সেখানে উপস্থিত হন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এরপর বাড়ির ভেতর থেকে গেটটি খুলে দেয়া হলে বাড়িতে তল্লাশি করা হয়। তবে তল্লাশি করে ফরহাদ হোসেনকে পাওয়া যায়নি।
পুলিশি অভিযানকালে সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার ও আব্দুস সালমসহ অর্ধশতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী। অভিযান পরিচালনায় স্বচ্ছতার জন্য পুলিশের পক্ষ থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীকেও বাড়িটির ভেতরে নিয়ে যাওয়া হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সাবেক জনপ্রশাসনমন্ত্রী এবং সন্ত্রাস দমন আইনে সদ্য দায়ের হওয়া একটি মামলার আসামি ফরহাদ হোসেন শিবপুরের একটি বাড়িতে অবস্থান করছেন বলে এলাকাবাসী অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তাকে আটকের জন্য বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে তাকে পাওয়া যায়নি।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচি পালন করার সময় দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া চালানোর ঘটনায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার পত্মী সৈয়দা মোনালিসা ইসলাম, ভাই সরফরাজ হোসেন মৃদুল, সদর ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের হাসনাত জামান এ মামলাটি দায়ের করেন। স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালেত মামলাটি দায়ের করলে আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম মামলাটি পুলিশকে এফআইআরের আদেশ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা